০৯ আগস্ট ২০২৫, ২১:১৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাত আসামির রিমান্ড মঞ্জুর

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার সাত আসামি  © সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (৯ আগস্ট) বিকেলে তারা গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে হাজির করা হয়। পুলিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল-আমীন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান ও সুমন ওরফে সাব্বির।
 
এর আগে দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরেন। 
 
উল্লেখ্য, গাজীপুর শহরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।