গুলশানে চাঁদাবাজি: জানে আলম অপুর ছাত্রত্ব স্থগিত করল গ্রিন ইউনিভার্সিটি
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর আইন বিভাগের শিক্ষার্থী জানে আলম অপুর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির সংশ্লিষ্ট ধারার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সকল শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে জানানো যাচ্ছে যে, গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী জানে আলম আপু (আইডি নং: ২১৩৯১১০১৯) চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গুলশান থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনা বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় শিরোনাম হিসেবে প্রচারিত হয়েছে।
আরও বলা হয়েছে, উপরিউক্ত ঘটনার প্রেক্ষিতে এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রদের আচরণবিধির ধারা ৩.৮ ও ১১.৩.৭ অনুযায়ী, জেন আলম আপু-এর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে জানিয়ে বলা হয়েছে, এ সময়ে তিনি কোনো একাডেমিক বা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা বা প্রাঙ্গণে প্রবেশের অনুমতিও থাকবে না।
প্রসঙ্গত, গত ১ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে ডিবি।