ঢাবির কনসার্ট মঞ্চে হামলা: ঘন্টাব্যাপী সংঘর্ষ ঢাকা কলেজ ছাত্রলীগেও

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় কনসার্ট মঞ্চে হামলাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুত করা বিভিন্ন ব্যানার ফেস্টুন, বিজ্ঞাপন সামগ্রী, ফ্রিজ, স্টলে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি গ্রুপ। ধারণা করা হচ্ছে, ছাত্র সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ঢাবির ওই সংঘর্ষের কিছু সময় পরেই ঢাকা কলেজে শোভন-রব্বানীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। পরে নিজেরাই সমঝোতায় আসে। ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, আমি ঘটনা শুনেছি। এ ধরনের বিষয় কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ