১২ এপ্রিল ২০১৯, ১৭:৩৮

নবীকে কটূক্তিকারী জবি শিক্ষার্থীর ‍রিমান্ড মঞ্জুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ।  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রুবেল খান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে শাখারীবাজার এলাকা থেকে তাকে আটক করে কোতায়লী থানা পুলিশ।

জানা যায়, বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (রোল নং- ১৭০১০১০৩৬) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করে এবং অন্যান্য বিভিন্ন ধর্মকে নিয়েও কটুক্তিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে অনেকদিন ধরে। যা ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে।

তারই পরিপ্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জবি শাখার উদ্যোগে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফাহাদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে। গত রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোতয়ালী থানায় আইসিটি আইনে মামলা করা হয় ফারহাদের বিরুদ্ধে। ঐ মামলায় আজ সকালে কোতায়লী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, আইসিটি আইনের মামলায় ফারহাদকে সকালে আটক করা হয়েছে। দুপুর পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হবে।