৩০ জুলাই ২০২৫, ০৯:০৮

এয়ারপোর্ট থেকে বের হয়েই ছিনতাইয়ের কবলে লন্ডনপ্রবাসী, হারালেন সব

বনানী থানার মূল ফটক   © সংগৃহীত

লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর বনানীতে ছিনতাইকারীর কবলে পড়েছে এক প্রবাসী পরিবার। ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং কিছু বিদেশি মুদ্রা লুট করে নেয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে বনানী কবরস্থানের কাছে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারটি এয়ারপোর্ট থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাসায় ফিরছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের হয়তো বিমানবন্দর থেকে ফলো করছিল। বনানী কবরস্থানের কাছাকাছি আসার পর সিগন্যাল লাইট (পুলিশ যেরকম লাইট ব্যবহার করে) দেখিয়ে গাড়িটি থামায়। এরপর ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগী পরিবারটির সদস্যরা তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।