এবার স্কুলের প্লাস্টার খসে মাথা ফেটে গেল ছাত্রের
এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ে এক ছাত্রের মাথা ফেটে গেছে। তুষার আহমেদ (৮) নামে তৃতীয় শ্রেণীর ওই ছাত্র বৃহস্পতিবার দুপুরে ক্লাস চলাকালে আহত হয়। তাকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান সেখানে গিয়ে ওই ভবনে শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রাখার কথা জানান। তিনি বলেন, ১৯৯৫ সালে এ ভবনটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান গত বছর একটি অনুষ্ঠানে এসে এ স্কুলটি পরিদর্শন করে গিয়েছেন। ওই সময়ই এ স্কুলের পুরাতন ভবনটি ভেঙে নতুন একটি ভবন তৈরির আশ্বাস দিয়েছিলেন।
তিনি জানান, পরে প্রকৌশলীরা এসে স্কুল পরিদর্শন করে গেছেন। অল্প কিছু দিনের মধ্যেই একটি নতুন ভবন পাওয়া যাবে। পুরাতন ভবনটিতে পাঠদান বন্ধ করে দেয়ায় স্কুলের শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের ছাদের প্লাস্টার ভেঙ্গে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে। এতে এক শিশু আহত হয়। পরে তাকে স্থানীয়রা চিকিৎসা দিয়েছেন বলেও তিনি জানান।