২৮ জুলাই ২০২৫, ১৩:০০

২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ শাহ আমানতে একজন গ্রেফতার

জব্দকৃত বিদেশী টাকা  © সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ আবদুল মজিদ নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অনুমতি বা এনডোর্সমেন্ট ছাড়াই রবিবার (২৭ জুলাই) রাতে শারজাহ যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ৪৩ বছর বয়সী আবদুল মজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে জব্দ করা মুদ্রার মধ্যে রয়েছে চার হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩৭ হাজার ৬২ সৌদি রিয়াল ও ৩৪৬ ওমানি রিয়াল।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, আবদুল মজিদ এয়ার এরাবিয়ার জি ৯-৫২১ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন। কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে মজিদের সন্দেহজনক আচরণের কারণে তার কাছে অনুমতিহীন কোনো বিদেশি মুদ্রা আছে কি না তা জানতে চান কর্তব্যরত নিরাপত্তা কর্মী। পরে তাকে কাস্টমস, গোয়েন্দা সংস্থা, এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও সিআইডি সদস্যদের উপস্থিতিতে তল্লাশি করে বাংলাদেশি ২২ লাখ টাকা সমপরিমাণের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

পরে মজিদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।