২৭ জুলাই ২০২৫, ১৪:০৮

এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণায় যুবলীগ নেতা আটক

মো. হুমায়ুন কবির  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনায় আয়োজিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতার নাম মো. হুমায়ুন কবির (৩৬)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া এলাকার আব্দুল মান্নান ওরফে ছট্টু মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে হুমায়ুন কবির তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এনসিপির ঘোষিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দেন। তার ওই পোস্ট নজরে এলে পুলিশ আজ সকালে তাকে আটক করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার উসকানিমূলক পোস্ট দেওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।