রাতের আঁধারে হ্যাকার চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নাটকীয় অভিযানে সেনা-পুলিশের যৌথ বাহিনী হ্যাকার চক্রের দুই প্রধান সদস্যকে গ্রেপ্তার করেছে। গভীর রাতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম, মোবাইল ফোন ও সিমকার্ড।
সোমবার (২১ জুলাই) রাতের অন্ধকারে গোপন তথ্যের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের নেতৃত্বে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমান (৩২) ও আদম হোসেন (২৮) কে, যারা দীর্ঘদিন ধরে মোবাইল হ্যাকিং, সাইবার প্রতারণা এবং অবৈধ তথ্য লেনদেনের সাথে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযানের মাধ্যমে হ্যাকিং চক্রের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে ধারণা করছে আইন প্রয়োগকারী সংস্থা।
এটি গোবিন্দগঞ্জে গত কয়েক মাসে হ্যাকারদের বিরুদ্ধে পরিচালিত একাধিক অভিযানের মধ্যে সর্বশেষ ঘটনা। এর আগে মে মাসে যৌথবাহিনী একই এলাকায় হ্যাকিং সরঞ্জাম ও মাদকদ্রব্য সহ ছয়জনকে গ্রেফতার করেছিল এবং আরেকটি অভিযানে দুই হ্যাকারের বাড়ি থেকে ২২১৩টি সিমকার্ড ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়েছিল।
এই সফল অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং প্রমাণ করেছে যে ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।