২১ জুলাই ২০২৫, ১৫:২৪

গাইবান্ধা পৌর আ.লীগের ২ নেতা গ্রেপ্তার 

শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও মিজানুর রহমান মিজান  © টিডিসি

গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) আলাদা দুটি অভিযান তাদের গ্রেপ্তার করা হয়।  

মিলনকে ঢাকার একটি বাসা থেকে ডিএমপির বিশেষ দল গ্রেপ্তার করে। তিনি জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং একটি ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। 

পুলিশ জানায়, গত বছরের ১৮ আগস্টের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি জামিনে ছিলেন, কিন্তু পরবর্তী দুটি মামলায় পলাতক ছিলেন। এগুলোর একটিতে হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তাকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।  

অন্যদিকে, মিজানুর রহমান মিজানকে গোবিন্দগঞ্জের পশ্চিম চারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে তালুককানুপুর বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।