২১ জুলাই ২০২৫, ১৪:৫৩

শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

ককটেল মুরাদকে গ্রেপ্তার করে র‍্যাব  © সৌজন্যে প্রাপ্ত

রাজশাহী মহানগরী থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ (৪০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

রবিবার (২১ জুলাই ২০২৫) রাত ৩টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার এলাকায় (বড়কুঠি মাস্টারপাড়া) এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ এর বিশেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার (বড়কুঠি মাস্টারপাড়া) নামক এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ মুরাদ শেখকে গ্রেফতার করা হয় এবং জব্দকৃত আলামত বিদেশী পিস্তল-০১ টি (মেইড ইন ইউ.এস.এ), ম্যাগঞ্জিন-০১ টি, গুলি-০১ টি, মোবাইল-০২ টি, সীম-০২ টি উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা জনসাধারণের মধ্যে ভয়ভীতি ছড়ানোর পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, অন্তঃকোন্দল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ককটেল মুরাদ সন্ত্রাসী চক্রের অন্যতম নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অতীতেও তাকে বিপুল পরিমাণ ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছিল।

আটকের সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুরো অভিযানটি নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে পরিচালিত হয়।

এ ঘটনায় মুরাদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।