১৯ জুলাই ২০২৫, ২০:২১

শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

প্রতীকি ছবি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী মো. ছাত্তার মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ জুলাই) এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছাত্তার মিয়া মেরকুটা (উত্তরপাড়া) এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। ধর্ষণের শিকার শিশুটিকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা আজ শনিবার নবীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ জুলাই (সোমবার) বিকেলে নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ওই শিশু খেলার ছলে প্রতিবেশী ছাত্তার মিয়ার ঘরে যায়। এ সময় ছাত্তার মিয়া শিশুটিকে ২০ টাকা দিয়ে ঘরে ডেকে নেয় এবং আদর করার কথা বলে তাকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের লোকজন শিশুটিকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে জবানবন্দী গ্রহণের জন্য জেলা আদালতে পাঠানো হয়েছে।