আনোয়ারায় অস্ত্র-সরঞ্জামসহ কারবারি আটক
চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৫টা ৩০ মিনিটে বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে বাড়ির পাশে পুকুরপাড়ের পাকা ঘাটলার কাছে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় একটি তুর্কমিনিস্তান-নির্মিত বিদেশি এলজি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় এলজি, ৮ রাউন্ড তাজা কার্তুজ। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় অস্ত্র তৈরির ১১টি যন্ত্রাংশ, একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন এবং অস্ত্র কেনাবেচার নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা।
ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মো. আব্দুল মজিদকে (৪২)আটক করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত আলামত পর্যালোচনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।