কক্সবাজারে বিএনপি নেতার মৃত্যু, নেপথ্যে জমি নিয়ে বিরোধ
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে রহিম উদ্দিন সিকদার নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
রহিম উদ্দিন সিকদারের ভাই শফিকুর রহমান জানান, ‘গত রবিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইদের মারধর করা হয়। স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়েতের সভাপতি আব্দুল আল নোমান, জামাই মিজান, মুজিব, এনাম এরা সবাই মিলে তার ভাইদের ওপর হামলা চালায়।’
পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে রহিম সিকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্রগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমির খোরশেদ আলম দাবি করেন, ‘আব্দুল আল নোমান নামের কেউ সদর উপজেলার কোনো ইউনিটে জামায়াতের রাজনীতির সাথে জড়িত নয়। এটি মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ। রাজনৈতিক কোনো বিরোধ থেকে হামলার ঘটনা ঘটেনি। হামলাকারী যদি জামায়াতের হয়েও থাকে সে সেখানে মুসল্লি হিসেবে গেছে জামায়াতের কেউ হিসেবে যায়নি।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান রহিম উদ্দিন সিকদারের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ আনা হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।