পাথর মেরে হত্যার ঘটনায় আরও ২ জন নেত্রকোনা থেকে গ্রেপ্তার
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন করে আটক হওয়া এই দুই আসামির নাম সজীব ও রাজিব। ডিবি পুলিশ তাদের নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে। রবিবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, তারা দুজনেই এজাহারনামীয় আসামি। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়ালো সাতজন।
এর আগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।