প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (৭ জুলাই) আখাউড়া পৌর শহরের খরমপুর কেল্লা বাবার মাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে থেকে ওই প্রতিবন্ধী কিশোরী খরমপুর কেল্লা বাবার মাজারে অবস্থান করে আসছিল। সোমবার দুপুরে মাজারের ভবঘুরে যুবক তুষারের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে মাজারের একটি কক্ষে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন তুষার। এতে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়।খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে। একইসঙ্গে তুষারকে হেফাজতে নেয়।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।