০৮ জুলাই ২০২৫, ১৬:১৪

ছেলে হত্যার দায়ে মা গ্রেপ্তার

হত্যা মামলায় তিন আসামি  © সংগৃহীত

রাউজানের আলোচিত প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় তিন আসামিকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) হাটহাজারীর বড়দিঘীরপাড় এলাকার লালিয়ার হাটের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৭ ও রাউজান থানা পুলিশের একটি যৌথ টিম।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. নাজিম উদ্দিন (৩৩), মো. দিদারুল ইসলাম(৩১) ও শহীদা বেগম (৬৪)। তারা রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের তিতা গাজীর বাড়ির বাসিন্দা এবং নিহত বকুলের মা ও ভাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন নিহত নুরুল আলম বকুলের মা, যিনি নিজ ছেলেকে হত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। বাকিরা মামলার পলাতক আসামি ছিলেন। রাউজান থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে রাউজান থানা হেফাজতে আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, জায়গা জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে তার মা, ভাই, বোন এবং স্বজনেরা মিলে হত্যা করেছিল। এ ঘটনায় আরেক ভাই মো. রাজু আহম্মেদ হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল আসামিদের গ্রেপ্তারের দাবি এবং আসামি কর্তৃক মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন বকুল হত্যা মামলার বাদি ভাই মো. রাজু আহম্মেদ।