০২ জুলাই ২০২৫, ০৯:৩২

কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় র‍্যাবের অভিযানে যুবক গ্রেফতার

আসামি শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল  © সংগৃহীত

রাজশাহীতে নাবালিকা কিশোরীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫ । ভুক্তভোগী কিশোরী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় থানায় মামলা করে কিশোরীর পরিবার। ৩০ জুন সন্ধ্যায় র‍্যাব-৫ এর একটি অপারেশন দল বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে আসামি বুলবুলকে গ্রেফতার করে।

মামলা সুত্রে জানা যায় , আসামি শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) ঘটনার আগে থেকেই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। গত ২৫ জুন সকাল ১০:৩০টায় চারঘাট থানা এলাকার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নেয়। পরে তাকে রাজশাহীর টিকাপাড়ায় বুলবুলের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।  

বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আসামি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় ২৬ জুন চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনের (সংশোধনী ২০২০) ধারা ৯/৯(১) অনুযায়ী মামলা দায়ের করা হয় (মামলা নং-২০)।  

জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে নেয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।