আবাসিক হোটেল থেকে আ.লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ
রাজশাহীর সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে জামিনে থাকা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন হোটেল মুন থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল মুনে অবস্থান করছিলেন মাইনুল ইসলাম স্বপন। রাতের দিকে হোটেল থেকে বের হওয়ার সময় তাকে চিনে ফেলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। তারা স্বপনের পরিচয় নিশ্চিত হয়ে জানতে চান, তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না। জবাবে স্বপন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, তবে আমি জামিনে আছি।’ এরপরও তাকে ছেড়ে না দিয়ে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও আদালত থেকে জামিনে ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীর তানোরে শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় তানোর থানায় স্বপনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় তিনি অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।