ব্যাংকের লোন পরিশোধ না করতে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক
দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাইকারীদের কবলে পড়েছেন মঈনুল ইসলাম নামে এক ব্যবসায়ী। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ৩৪ লাখ টাকা। বুধবার (২৫ জুন) দুপুরে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতেই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে জানতে পারে ঘটনাটি ছিল অভিযোগকারীর একটি নাটক। পুলিশ জানায়, ব্যাংকের সিসি লোনের টাকা পরিশোধ করতে না পারায় তিনি এ টাকা ছিনতাইয়ের নাটক সাজান।
আরও পড়ুন: বেঁচে থাকলে তারাও আজ এইচএসসি পরীক্ষায় বসত
এ বিষয়ে দিনাজপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম বলেন, অবশেষে ৩৪ লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করলাম। ব্যাংকের সিসি লোনের টাকা শোধ করতে না পারায় টাকা ছিনতাই নাটকের অবতারণা করেন মইনুল ইসলাম নামে বিরলের এ ব্যবসায়ী। তার নিজ বাসায় উত্তোলনকৃত ৮ লাখসহ মোট ১১ লাখ টাকা, মোটরসাইকেলের চাবি ও মোবাইল পাওয়া যায়, যা ছিনতাই হয়েছিল বলে জানিয়েছিল অভিযোগকারী।