২০ জুন ২০২৫, ১৮:২৮

আশুলিয়ায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

আটক দুই ছিনতাইকারী  © টিডিসি ফটো

রাজধানীর আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) বিকেলে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। 

পুলিশ জানায়, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত রিকশা থামিয়ে যাত্রী ছন্দা আক্তারকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার কাছ থেকে নগদ ১৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু হলে, পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মিন্টু প্রামানিক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয় এবং ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।