২০ জুন ২০২৫, ১৭:৪১

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইনজামুল হক বাবু  © সংগৃহীত

ইনজামুল হক বাবু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ জুন) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ইনজামুল হক বাবু পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে। নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। 

বাবুর বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমার মা জকিয়া বেগম এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে যান। অনেক ডাকাডাকির পর  দরজা না খোলায় এবং তার সাড়া শব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে বাবুর মরদেহ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ইনজামুলের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।