মূল্য তালিকা না থাকা ও অবৈধ দখলের দায়ে ১৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন ও সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৮ জুন) এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযান চলাকালে দেখা যায়, বাজারের অনেক দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। আবার কেউ কেউ দোকানের সামনে পণ্য সাজিয়ে সড়কের জায়গা দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে যানজট। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫টি মামলায় ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সাধারণ মানুষ যেন বাজারে এসে প্রতারিত না হন এবং সুষ্ঠুভাবে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অবৈধ স্থাপনা বা মূল্য তালিকা ছাড়া বেচাকেনা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।