১১ জুন ২০২৫, ০৮:০৫

নেত্রকোণায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নেত্রকোণার কেন্দুয়া থানা ও ইনসেটে নিহত আনিসুর রহমান  © টিডিসি সম্পাদিত

নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান দনাচাপুর গ্রামের মৃত চান মিয়া ফকিরের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে দনাচাপুর গ্রামে সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে ঐ গ্রামের সিদ্দিকুর রহমানের লোকজন উচ্চস্বরে কথা বলে যাচ্ছিলেন। কেন তারা উচ্চ স্বরে কথা বলছেন, জিজ্ঞাসা করলে ঐ গ্রামের সাইদুর রহমানের লোকজনের সাথে সিদ্দিকুর রহমানের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এ মারামারিতে আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: গোপালগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা

এ বিষয়ে, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম উপজেলার দনাচাপুর গ্রামের আনিসুর রহমানের খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ এখনো উপজেলা হাসপাতালে আছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।