আবরারকে ধাক্কা দেওয়া সেই বাসের হেলপার গ্রেফতার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরীরে ধাক্কা দিয়ে হত্যা করা সুপ্রভাত বাসের হেলপারকে (চালকের সহকারী) আটক করেছে ডিবি পুলিশ। গতরাতে (মঙ্গলবার) রাজধানী থেকে তাকে ডিবি (উত্তর) পুলিশ আটক করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান সাংবাদিকদেরকে জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি’র একটি সূত্র সাংবাদিকদেরকে জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন।
এর আগে মামলার আসামি সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম ঘটনার দিনই আটক করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।
রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় গত ১৯ মার্চ সকালে সু-প্রভাত বাসের চাপায় মারা যান আবরার আহমেদ চৌধুরী। পরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আবরার হত্যার কঠোর বিচারের আশ্বাস দিয়েছে প্রশাসন। এছাড়া দুর্ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।
তবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরারের সঙ্গে থাকা ব্যাগটির হদিস এখনো পাওয়া যায়নি। তাতে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।