সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
সাবেক সংবাদ উপস্থাপিকা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাফিনা আহমেদ তরী চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর নিউ ইস্কাটনে থাকতেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, রবিবার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা লাশের বিষয়ে জানায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, ইস্কাটনে মায়ের সঙ্গে থাকতেন নিহত তরী। দুই বোনের মধ্যে তিনি বড়। নিহতের মা জানায়, তরী অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করতো। হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষে চ্যানেল ২৪-এ সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ তিনি গণমাধ্যম ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।