০৬ জুন ২০২৫, ১৭:১১

হত্যা ও চাঁদাবাজিকে বিএনপি 'বড় দল' হওয়ার যুক্তি দিয়ে জাস্টিফাই করেছে: ঢাবি শিবির সেক্রেটারি

ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান  © সংগৃহীত

বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো রাজনৈতিক সহিংসতা ও অনৈতিক কার্যক্রমকে ‘বড় দল’ হওয়ার যুক্তির মাধ্যমে বারবার জাস্টিফাই করার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।

শুক্রবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

জানা গেছে, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় লক্ষ্মীপুরে স্থানীয় জামায়াত নেতা ও মসজিদের ইমাম মাওলানা কাউসারকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হত্যা করার প্রতিক্রিয়ায় ঢাবি শিবির নেতা এমন মন্তব্য করেছেন। 

তিনি লিখেন, “এই অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি বদলের একটি বড় সুযোগ এসেছিল। কিন্তু বিএনপি নিজেদের হাতে সেটি ধ্বংস করেছে। চাঁদাবাজি থেকে শুরু করে হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়ানোর পরও আমরা দেখেছি, দলের কাণ্ডজ্ঞানসম্পন্ন ব্যক্তিরাও ‘বড় দল’ হওয়ার খোঁড়া যুক্তি দিয়ে এসব অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।”

মহিউদ্দিন খান অভিযোগ করেন, আগস্টের পর থেকে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলোর হাতে দলীয় কর্মী, বিরোধী মতাবলম্বী ও সাধারণ মানুষ মিলিয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। সর্বশেষ, লক্ষ্মীপুরের জামায়াত নেতা মাওলানা কাউসারের হত্যার মধ্য দিয়ে এ ‘হত্যার সেঞ্চুরি’ পূর্ণ হয়।

তিনি আরও লেখেন, মাওলানা কাউসারের ‘অপরাধ’ ছিল সমাজবিধ্বংসী মাদকের বিরুদ্ধে কথা বলা। অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে কুরবানির ঈদের আগেই তাকেসহ তার পরিবারকে মূল্য দিতে হলো। “আমরা দোয়া করি, আল্লাহ যেন মাওলানা কাউসার ও তার পরিবারের এই কুরবানী কবুল করেন।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতা সোহাগ ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাওলানা কাউসারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাওয়ার পর শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।