জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত দুই শতাধিক যোদ্ধার মাঝে ঈদ উপহার বিতরণ
জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারী প্রায় ২০০ জনের বেশি বীর যোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের মাঝে এই উপহার প্রদান করা হয়।
কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে আলতাফ-নিসা ফাউন্ডেশন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এতে অংশ নেন অভ্যুত্থানে আহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধি এবং দুই ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী ও প্রতিনিধিরা।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩
আয়োজকদের মতে, এই উপহার বিতরণ শুধুই সহানুভূতির প্রকাশ নয়, বরং এটি একটি ঐতিহাসিক দায়বদ্ধতার স্বীকৃতি ও শ্রদ্ধাঞ্জলি। যোদ্ধাদের সম্মান, মর্যাদা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা এ উদ্যোগ নিয়েছেন। আহত যোদ্ধাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, তাদের অবদানের কারণেই জাতি আজ একটি নির্দয় স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত। সেই ইতিহাস ভোলা নয়, বরং তা স্মরণ ও চর্চা করার দায়িত্ব আজকের প্রজন্মের।
আলতাফ-নিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় আহত বীরদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ফাউন্ডেশনটি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিচ্ছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এমডি সালাউদ্দিন বলেন, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন ও মর্যাদা নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তাঁদের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে দেশ-বিদেশে উন্নত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনাও তাদের রয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক ইউরোপীয় প্রতিনিধি বলেন, বাংলাদেশের সাহসী এই যোদ্ধাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আমরা সম্মানিত ও অনুপ্রাণিত। তাঁদের আত্মত্যাগ সত্যিই প্রশংসার যোগ্য। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের শুভকামনা রইল—ঈদ মোবারক।