০৪ জুন ২০২৫, ২০:৪৯

মাধবপুরে চুরি হওয়া ৬ গরু উদ্ধার, আটক ১

উদ্ধার হওয়া ৬ গরু ও আটক মনির আহমেদ  © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে চুরি যাওয়া ছয়টি দেশি জাতের গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার সহযোগীরা পালিয়ে গেছেন। 

সোমবার (৩রা জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অলিপুর এলাকা থেকে চোরাই গরুবাহী একটি ডিআই পিকআপ ভ্যানকে ধাওয়া করে। একপর্যায়ে বাহুবল থানার সহায়তায় দৌলতপুর ব্রিজ এলাকায় গাড়িটি আটক করা হয়। গাড়িটিতে থাকা ছয়টি গরু উদ্ধার করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ জানান, গাড়িতে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গরু চুরির বিষয়টি স্বীকার করেন। আটক হওয়া ওই ব্যক্তির নাম মনির আহমেদ। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পাকারিয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, উদ্ধারকৃত গরুগুলো মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে চুরি হয়েছিল।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৬ গরু, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং আটক মনির আহমেদকে মাধবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাধবপুর থানা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

মাধবপুর থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুগুলো মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে চুরি হয়েছিল। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।