০৪ জুন ২০২৫, ১৮:৪১

গুলিস্তান থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

গুলিস্তান থেকে গ্রেপ্তারকৃত ৫ ছিনতাইকারী   © টিডিসি ফটো

রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে টানা অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারই অংশ হিসেবে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাত ১০টা ৩০ মিনিটে গুলিস্তান এলাকায় ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

ডিবি লালবাগ সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে গুলিস্তানের মতো ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের এই পাঁচ সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১। মো: রানা (২৮), ২। হৃদয় (২৫),৩। বাদশা (৪২), ৪। মো: রিফাত(২৪) ও ৫। খান জাহান(২৬)।

আরও পড়ুন: সিনিয়র অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদনে নেই বয়সসীমা

ডিএমপি সূত্রে আরও জানা যায়, ঈদের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। গুলিস্থানসহ যাত্রীবাহী বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও মার্কেট এলাকায় সাদা পোশাকে ডিবি পুলিশের টহল অব্যাহত থাকবে।