৩১ মে ২০২৫, ১৪:২৫

রাজধানীতে দেশি অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন  © সংগৃহীত

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা-পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত ৯টার পর বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) ও মো. মিলন (২৩)।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানার বাবু বাজার এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশ্যে একত্র হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।