২৩ মার্চ ২০১৯, ১২:২৯

সুবর্ণচরের সেই ধর্ষক রুহুল আমিনের জামিন বাতিল

রুহুল আমিন  © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের ঘটনার আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন বাতিল করা হয়েছে। আজ শনিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে ১৮ মার্চ (সোমবার) রুহুল আমিনকে এক বছরের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এদিন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পান রুহুল আমিন।

কারাগার থেকে রুহুল আমিন বের হলে গৃহবধূর পরিবারের সদস্যদের জীবন সংকটে পড়বে আশংকা জানিয়ে আইনজীবির মাধ্যমে তার জামিন বাতিলের অনুরোধ করা হয়। সেই অনুরোধের প্রেক্ষিতে আজ ধর্ষক রুহুল আমিনকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে চরজুবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।