২০ মার্চ ২০১৯, ১৫:৪৬

প্রধানমন্ত্রী আশ্বাস না দিলে শাহবাগের অবরোধ চলবে

শাহবাগ অবরোধ করে থাকা শিক্ষার্থীরা  © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ অবরোধ করে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালে তারা এসব কথা বলেন। 

এর আগে বুধবার সকালে আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয় ঢাবি শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে বেলা সোয়া ১১ টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানসহ নিরাপদ সড়ক চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার বলেন, নিরাপদ সড়কের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ডাকসু ভিপি নুরুল হক। তিনি গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।