ঘাতক সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল: মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে সুপ্রভাত বাস রাস্তায় না চলাতে। আমি বলতে চাই, রাজধানী ঢাকার কোনো রুটেই সুপ্রভাত বাস চলবে না। আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি, সুপ্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। ঢাকায় সুপ্রভাত চলবে না। সেইসঙ্গে চেকিং-কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরীর নিহত হন। তিনি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস্ (বিউপি) এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। ভাটারা এলাকায় রাস্তা পরাপারের সময় তাকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বাসটি।
পরে দুর্ঘটনাস্থলে যান ডিএনসিস’র মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিইউপির অর্ধশতাধিক শিক্ষার্থী মেয়রের সঙ্গে কথা বলেন এবং লিখিতভাবে ১২ দফা দাবি পেশ করেন। মেয়র শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিলে করতে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।
এছাড়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে প্রগতি সরণিতে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন মেয়র।
এদিকে, বাসচালকের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘চালকের বিচার করতেই হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হবে।