১২ মে ২০২৫, ০৩:১৪

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল আজ

শেখ হাসিনা  © সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সোমবার (১২ মে) তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই উপলক্ষে একই দিন দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্তকারীদের মতে, এই তিনজনই জুলাইয়ের গণহত্যায় নির্দেশদাতা হিসেবে ভূমিকা রেখেছেন—এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (৯ মে) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হবে।

প্রক্রিয়াগতভাবে, তদন্ত প্রতিবেদন প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। সেখান থেকে পর্যালোচনার পর তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

তাজুল ইসলাম আরও লেখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আশা করছে, সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ জমার মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শুরু হবে।’