অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
নীলফামারীর ডিমলায় অপহরণের ২ মাস পর ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে উদ্ধার করা হয়। এদিকে অপহরণ মামলায় কার্তিক দাস নামের এক যুবককে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেপ্তার করে।
ডিমলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের জহুরুল ইসলামের নাবালিকা কন্যা ও ঝুনাগাছ চাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমি আক্তারকে গত ৭ জানুয়ারি বিকেলে তার বাড়ী থেকে হাতিবান্দা থানার পুরান কাচারী এলাকার নির্মল দাসের ছেলে কার্তিক দাস (৩০) তার সঙ্গিয় ৩জন সহ সুমিকে জোর পূর্বক মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে সুমির পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে ডিমলা থানায় একটি অপহরণের মামলা করেন। মামলার প্রেক্ষিতে ডিমলা থানার এসআই ইলিয়াছ আলী গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে সুমিকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী কার্তিক দাসকে গ্রেপ্তার করে। সোমবার অপহরণকারী কার্তিক দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।