চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় গুরুতর আহত ঢাবি ছাত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মালঞ্চ পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর-ধুপখোলা রুটে চলাচলকারী মালঞ্চ বাস থেকে মৌমিতা নামের ওই ছাত্রীকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নাট্যকলা বিভাগের ওই ছাত্রীর আহত হওয়ার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।
তিনি বলেন, ঘটনার পর বাসের মালিকপক্ষকে শাহবাগ থানায় ডাকা হয়েছে। সেখানে দু‘জন সহকারী প্রক্টর আছেন। উভয় পক্ষের মধ্যে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয় বলেও জানান তিনি।
এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৌমিতাকে মালঞ্চ বাস চলন্ত অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। মৌমিতা গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেলে আছে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সামাজিক ও নৈতিকভাবে ওর পাশে আছি।’