বিমান ছিনতাইকারী পলাশের দাফন সম্পন্ন
উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে নিহত মো. পলাশ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নিজ গ্রাম দুধঘাটায় তাঁর দাফন সম্পন্ন হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন তিনি।
নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার জানিয়েছেন, প্রথমে তারা ছেলের লাশ গ্রহণ করতে চাননি। তবে প্রশাসনের কথামতো চট্টগ্রাম থেকে লাশ গ্রহণ করেছেন তিনি। সকাল ৯টার দিকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৭ গত রবিবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এক যুবক অস্ত্র ঠেকিয়ে পাইলটসহ ক্রুদের জিম্মি করেন। ওই অবস্থায় বিমানের পাইলট কৌশলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান বিমানটি। পরে কমান্ডো অভিযানে নিহত হন পলাশ।