২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ : আহত ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের শব্দ হয় বলে জানা গেছে।

জানা গেছে, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানকে না পেয়ে ক্যাম্পাসে খুঁজতে আসেন তার অনুসারীরা। কিন্তু তাকে কোথাও না পেয়ে সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের অপর একটি গ্রুপের বিরুদ্ধে নিশানকে অপহরণের অভিযোগ তোলে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতরাত সাড়ে ১১টার দিকে নিশানের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট গেট অবরোধ করে রাখে এবং সেখানে ১৫ মিনিট ধরে ভাঙচুর চালায়। এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সংঘের্ষের পর নগরীর লালখান এলাকায় নিশানকে আহত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন তার অনুসারীরা।