১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২২

মধ্যরাতে ঢাবি ও বুয়েট ছাত্রদের সংঘর্ষ

সংঘর্ষের পর পলাশী মোড়ে অবস্থানরত ছাত্ররা   © টিডিসি ফটো

কনসার্টে অংশগ্রহণ নিয়ে কথা কাটাকাটি ও বাঁধার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ মারামারি শুরু হয়। উভয়পক্ষে কয়েকজন আহত হলেও কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। তবে রাত প্রায় দেড়টায়ও উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুই ক্যাম্পাসের মধ্যবর্তী স্থান পলাশী মোড়ে অবস্থান করছে। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

উভয় পক্ষে কথা বলে জানা যায়,  শের-এ-বাংলা হলের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করা হয়। সেখানে ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্ররা গেলে তাদেরকে প্রবেশে বাধা দেয়া হয়। ওই এলাকায় অবস্থান করতেও নিষেধ করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজনকে আটকে রাখে বুয়েটের ছাত্ররা। তখন মারামারিতে দুই পক্ষেরই কয়েকজন আহত হন। 

পরে জানাজানি হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র বুয়েট ক্যাম্পাসে গিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন। তবে পাশাপাশি অবস্থানরত দুই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন ছাত্র পলাশী মোড়ে অবস্থান করছেন। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।