০১ মে ২০২৫, ১০:৫৬

সড়কে প্রকাশ্যে ছাত্রীকে উত্ত্যক্ত, ভিডিও ভাইরাল

ছাত্রীকে উত্তক্ত্য করছে এক যুবক  © টিডিসি

রাজধানীর ডেমরায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ইভটিজিং করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডেমরা থানার অধীনস্থ আলেপ খান সড়কে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কবেকার তা জানা যায়নি।       

বৃহস্পতিবার (১ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাদা ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে এক নারী শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন, এ সময় পেছন থেকে ওই যুবককে নারী কণ্ঠে আপত্তিকর কথা বলতে ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে কয়েকজনকে হাসতে দেখা যায়।

তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় কেউ অভিযোগ না করলেও, বুধবার (৩০ এপ্রিল) আমরা ওই এলাকায় অভিযান চালিয়েছি। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তাদের নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন,  এখন পর্যন্ত আমরা দুই জনের নাম জানতে পেরেছি। তারা হলেন শুভ ও অনিক। তারা ওই এলাকার স্থানীয়।