বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৯ AM

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য, সাদিকুল ইসলাম কনক নামের এক যুবকের তার ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাকে বিয়ের প্রস্তাব দেন সাদিকুল। গত সোমবার (৭ এপ্রিল) দুপুরে নৌকাভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নির্জন স্থানে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন সাদিকুল। ঘটনার পর তরুণীকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলেন অভিযুক্ত।
আরও পড়ুন: শপআপ একীভূত হচ্ছে সৌদি ই-কমার্স সারির সঙ্গে, তুলবে ১২শ' কোটি টাকা
পরদিন ৮ এপ্রিল দুপুরে ভুক্তভোগী তরুণী ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে একই দিন বিকেলে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে অভিযুক্ত কনককে গ্রেপ্তার করে।
ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক জানান, অভিযুক্ত যুবককে আদালতে হাজির করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।