একদিনে ৩ সাংবাদিক হামলার শিকার, নেপথ্য কারা?

দেশের দুই জেলায় একই দিনে ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একজন একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও অন্য দুজন দুটি গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার (৬ এপ্রিল) নাটোর ও বগুড়ায় দুটি পৃথক ঘটনায় হামলার শিকার হন তারা।
জানা গেছে, নাটোরে কলেজশিক্ষক ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদকের ওপর হামলা চালিয়ে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম সাজেদুল ইসলাম (সেলিম)।
রবিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চন্দ্রকলা বাজারে তিনি বিএনপি কর্মীদের হামলার শিকার হন। তাঁকে কলেজে আসতেও বারণ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।
অন্যদিকে, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় আরও একজন হামলার শিকার হয়েছেন। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন এবং তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক তরুণ। আহত দুই সাংবাদিকসহ তিনজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সাংবাদিকদের মাথায়, চোখে ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে।
জানা গেছে, নাটোরের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত। অন্যদিকে, বগুড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনও তথ্য বেশি পাওয়া যায়নি।