৩০ মার্চ ২০২৫, ০৮:২৭

চট্টগ্রামে প্রাইভেটকার আটকে গুলি, নিহত ২

চট্টগ্রামে প্রাইভেটকার আটকে গুলি, নিহত ২
ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার  © সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা ৪ জন গুলিবিদ্ধ হয়। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামের দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক‍্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে হৃদয় ও রবিন নামে আরও দুজন।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। বাকি দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন: মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, দুই পুলিশসহ আহত কয়েকজন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে তিনটার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। অল্প সময়ের মধ‍্যে তারা সেখান থেকে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।