বালুচরে পোঁতা রয়েছে লাশ, বেরিয়ে আছে দুই পা

ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ
ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ  © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বালুচরে অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে নির্জন বালুচরে লাশটি পাওয়া যায়। তাকে পুঁতে রাখা হলেও দুই বেরিয়ে ছিল।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভেতর পুঁতে রাখা দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পান। তাদের চিৎকারে শত শত উৎসুক জনতা জড়ো হন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসনে।

ওসি মামুনুর রশীদ বলেন, ফুলবাড়ী ধরলা সেতু থেকে এক-দেড় কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। এর পুরো অংশ বালুর নিচে পোঁতা রয়েছে। শুধু পা দুটো বাইরে আছে। এ কারণে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। 

আরো পড়ুন: হান্নান মাসউদের ওপর হামলা কীভাবে হলো, জানালেন যুবদল নেতা

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’ শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।


সর্বশেষ সংবাদ