বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, বোড়াশী ইউনিয়নের বর্তমান সদস্য মিটু মোল্লার সাথে সাবেক সদস্য আলিম মোল্লার এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে বর্তমান সদস্য মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্থকেরা সাবেক সদস্য আলিম মোল্লাসহ তার সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গোপালগঞ্জ থানার ওসি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’