১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, খেলার সাথীদের চিৎকারে পালাল অভিযুক্ত

দিনাজপুর সদর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ মার্চ) তিন শিশু বাড়ির পাশের মাঠে খেলতে গেলে একজনের সঙ্গে এ ঘটনা ঘটে। এলাকার এক ব্যক্তি শিশুটি পাশেই নদীর স্লুইসগেটের কাছে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার দুই খেলার সাথী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে তাতে সফল হয়নি তারা। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পরিবারসহ পালিয়ে গেছে বলে জানা গেছে।
শিশুটির বাবা বলেন, ‘কৃষিকাজ থেকে ফিরে এ ঘটনা শুনে আমি অভিযুক্ত ব্যক্তির শাস্তি চাই। কিন্তু স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। তবে আমি চাই, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’
শিশুটির মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যাওয়া দুই শিশু আমাকে জানায় যে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে দাদা হওয়ায় সে সেতুর পাড়ে যেতে বলে। সেখানে নিয়ে গিয়ে তার শরীরে হাত দেয়। তখন দুই মেয়ে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।’
আরো পড়ুন: মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার
ঘটনার পর কোতোয়ালি ও বিরল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল বিরল থানাধীন হওয়ায় সেখানে অভিযোগ দিতে বলা হয়েছে। কোতয়ালী থানার ওসি মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি শ্লীলতাহানির বলে মনে হচ্ছে। যেহেতু ঘটনাস্থল বিরল থানার অধীনে, তাই ভুক্তভোগীর পরিবারকে সেখানে অভিযোগ দিতে বলা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ভুক্তভোগীল পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, এ ধরনের ঘটনার সালিশ হওয়ার সুযোগ নেই। দুই পক্ষের কথা শুনেছেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গেও আলোচনা হয়েছে।