১৫ মার্চ ২০২৫, ০৯:৫৬

শ্রেণিকক্ষে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি  © সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসা পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু কন্যাকে শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  এ ঘটনায় সাবুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটার দিকে স্থানীয় মাদ্রাসায় পড়তে যায় শিশুটি। এ সময় শ্রেণিকক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায় বখাটে সাবুল। এ সময় শিশুটি চিৎকার করলে দৌড়ে পালিয়ে যান সাবুল। পরবর্তীতে বাসায় এসে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় ওই শিশু। এরপর পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীকে ঘটনাটি জানান। 

বিষয়টি জানাজানি হওয়ার পর রাতেই গ্রামে সালিশ ডাকা হয়। এ সময় কয়েক শতাধিক লোক সেখানে উপস্থিত হন। ঘটনা শুনে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে  অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়

এ বিষয়ে ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, শনিবার ভোরে সাবুলকে উপজেলার জহিরপুর এলাকা থেকে গ্রেপ্তার  করা হয়েছে।