রাবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় যুবক গ্রেফতার
- রাজশাহী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ০৬:৪৯ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত মিনহাজ তন্ময়কে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা আড়াইটার দিকে ধরমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাবি ইংরেজি বিভাগের ছাত্র ফারহান মাহমুদ অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাকে আদালতে উপস্থাপন করা হবে।’
এই গ্রেফতারের আগে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজানুর ইসলাম রাফি জানান, ‘আমরা প্রশাসনকে দুপুর ২টার মধ্যে তন্ময়কে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিলাম।’
প্রসঙ্গত, বুধবার (১২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইটে শারীরিকভাবে হেনস্তার শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ জানানোয় ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষার্থীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, হেনস্তাকারী ব্যক্তির নাম তন্ময়। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার অন্তর্গত আমজাদের মোড় এলাকায়। ছেলেটি রাবি ক্যাম্পাস সংলগ্ন একটা ক্যাফের মালিক; যেটার নাম ‘হ্যাট্রিক ক্যাফে’ বলে জানা যায়।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে ঢাবিতে হামলায় ১২২ জনকে চিহ্নিত সত্যানুসন্ধান কমিটির
ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করেন ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী ফারহান মাহমুদ। ফারহানের লাইভ ভিডিও-এর সূত্র ধরে নারী শিক্ষার্থীকে হেনস্তা করা ব্যক্তির পরিচয় শনাক্ত করে শিক্ষার্থীরা।
লাইভ ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত তন্ময় এক নারী শিক্ষার্থীকে মারতে উদ্যত হন এবং রিকশা করে চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে হেনস্তাকারী যুবক তন্ময় রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানের দিকে তেড়ে আসে এবং এরপরই লাইভটি বন্ধ হয়ে যায়।