০৭ মার্চ ২০২৫, ২৩:১৬

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ নেতা আটক

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ নেতা আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক নেতারা  © সংগৃহীত

ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জানান।

তিনি জানান, শুক্রবার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন।

অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর কামাল পাশা চৌধুরী নামের এক ব্যক্তি তার ফেসবুকে লেখেন লুটপাট করতে যেয়ে সমন্বয়কসহ আটক ১৪ খবরটি সবাইকে একটু চমকে দিয়েছে, অনেকে ইনবক্সে কারণ জানতে চাইছেন।  কারণ তেমন কিছু না।  শেখ কবির হোসেনের অফিসে ভাংচুর লুটপাট করেছে এই বিপ্লবীরা। শেখ কবির হোসেন সম্পর্কে শেখ হাসিনার চাচা। সাবেক 

তিনি আরও লেখেন, সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানের সম্বন্ধিও শেখ কবির হোসেন।  আর মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইউনুস সাহেব বুঝে উঠতে পারেননি, বয়স হয়েছে তো।

এদিকে, শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না।